মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৃত সন্তান বেঁচে উঠবে এই আশায় সন্তানের সমাধির পাশে ৩৮ দিন অবস্থান করেছেন এক পিতা। কিন্তু ছেলে তার বেঁচে ওঠে নি, যা জগতের নিয়ম। ভারতের অন্ধ্রপ্রদেশের থুপ্পাকুলা রামু হলেন ওই পিতা। তাকে এক তান্ত্রিক বলেছিলেন, ছেলেকে পুনরুজ্জীবিত করার একমাত্র পথ হলো তার সমাধিতে গিয়ে একটানা অবস্থান করা। এই পরামর্শ দেয়ার জন্য ওই তান্ত্রিককে ৭ লাখ রুপি দিয়েছেন থুপ্পাকুলা রামু। অন্ধ্রপ্রদেশের নেলোরে জেলার গ্রাম পেটলুরু। সেখানে বসবাসকারী রামুর ছেলে টি. শ্রিনিবাসুলু (২৬) সোয়াইন ফ্লুতে মারা যান গত মাসে। ২০১৪ সাল থেকে তিনি কুয়েতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। মারা যাওয়ার মাত্র তিন মাস আগে তিনি দেশে ফিরেছেন। সংসারের চাহিদা মেটাতে তিনি কিনে নিয়েছিলেন একটি অটোরিক্সা। সংসারের একমাত্র উপার্জনক্ষম তিনিই। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।