Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।
গতকাল (রোববার) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে নির্বাহী সংসদের ৩০১ সদস্য বঙ্গবন্ধুর সামাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর নেতৃবৃন্দ বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়া দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ দিন সকালে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহম্মদ শামস্-উল ইসলাম টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ