Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার কানাডার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ৩:২৯ পিএম

চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জন ম্যাককুলামকে বহিষ্কার করেছে কানাডা। শনিবার রাতে তাকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনা জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার গ্রেফতার করা নিয়ে মন্তব্য করার পর বহিষ্ককৃত হলেন তিনি।
একটি বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জানান, তিনি জন ম্যাককুলামকে দায়িত্ব থেকে সরে যেতে বলেছেন তবে কি কারণে সেটি ওই বিবৃতিতে জানানো হয়নি। মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতারের বিষয়ে গত মঙ্গলবার ম্যাককুলাম বলেন যে, কানাডার এই আচরণ ত্রুটিপূর্ণ ছিল। ম্যাককুলাম ট্রুডো সরকারের সাবেক অভিবাসন মন্ত্রী ছিলেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতার করেছিল কানাডা । এরপর মেং ওয়ানঝৌ মুক্তি পেলেও চীন-কানাডার সম্পর্ক ক্রমশই অবনতি হচ্ছে। সূত্র: সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ