Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেংকে মুক্তি না দিলে কানাডাকে চরম পরিণতির হুঁশিয়ারি চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৯:০৮ পিএম

হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝৌকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে কানাডাকে ‘চরম পরিণতি’ বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে এই হুশিয়ারি জানানো হয়। তবে এ ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। খবর আল জাজিরা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আটককৃতকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তরিকভাবে তাদের আইনানুগ ও ন্যায়সঙ্গত অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে দৃঢ় আহ্বান জানাচ্ছে চীন। অন্যথায় যে ভয়াবহ পরিণাম হবে তার দায় পুরোপুরিভাবে কানাডাকে মেনে নিতে হবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিয়ে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও কোম্পানির প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে কানাডায় গ্রেফতার করা হয়। কানাডার বিচার বিভাগ জানায়, ১ ডিসেম্বর ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে গ্রেফতার হন মেং। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেংকে মুক্তি দেওয়ার দাবি জানায় কানাডার চীনা দূতাবাস। এবার বিবৃতি দেওয়া হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মেং ওয়ানঝৌকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। হুয়াওয়ের দাবি, অভিযোগ সম্পর্কে তাদের কাছে তেমন কোনও তথ্য নেই এবং মেং অন্যায় কোনও কিছু করেছেন বলেও তাদের জানা নেই। শুক্রবার তার জামিন শুনানি হলেও কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আদালত। ছয় ঘণ্টার যুক্তি-তর্কের পর আদালত মুলতবি করা হয়। সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত ৬ ডিসেম্বরের আগে পর্যন্ত মেং-এর গ্রেফতারের কথা প্রকাশ করেনি কানাডীয় কর্তৃপক্ষ। এদিন প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়। তবে এরইমধ্যে মেং ওয়ানঝৌকে গ্রেফতারের ঘটনায় নিজের সরকারের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দাবি, কয়েকদিন আগেই তার সরকারকে মেং-এর গ্রেফতারের খবর জানানো হয়েছে। তবে এ গ্রেফতারের ক্ষেত্রে কানাডার কোনও ভূমিকা নেই। ট্রুডো বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করতে পারি যে, আমরা এমন একটি দেশ যেখানকার বিচার বিভাগ স্বাধীন।’
হুয়াওয়ে কোম্পানি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বারবার অভিযোগ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। এই প্রতিষ্ঠানটির প্রযুক্তি চীন সরকারের গোয়েন্দাগিরির কাজে ব্যবহৃত হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করে আসছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ