Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট থেকে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকৃত চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- শাকিল আহমেদ ও প্রবীর রায়। তাদের কাছ থেকে ৩৭টি মোবাইল, দুইটি সিপিইউ, দু’টি মনিটর, আইএমইআই পরিবর্তনকারী ১৩টি ডিভাইসসহ অনেক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র‌্যাব-৩ এর সুত্র জানায়, মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মোবাইলের কাগজপত্র দেখাতে পারেনি এবং মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তনকৃত। তারা ছিনতাই, চোরাইকৃত মোবাইল অল্প দামে কিনে মোবাইলের কেসিং, স্ক্রীনসহ আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করত। তারা ইন্টারনেট থেকে প্রাপ্ত বিশেষ সফটওয়ারের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ