বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় রাজধানীর বিএন কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ বছরের দেশ ভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কর্মসূচী উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
গতকাল প্রতিষ্ঠানটির শহীদ মোয়াজ্জেম হলে উৎসবমুখর পরিবেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করেন। বিকাশের চীফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিএন কলেজ ঢাকা-এর নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান কমডোর এম আনোয়ার হোসেন এবং বিএন কলেজ ঢাকার প্রিন্সিপাল ক্যাপ্টেন মোহাম্মদ মোসলেহউদ্দিন (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।