Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

গাইবান্ধায় ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১০:৫৪ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। আহতদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে ইমরামুল হোসেন (২৫)। তিনি গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। অপরজন কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা জয়নাল আবদিনের ছেলে আজাহার আলী (৫০)।

গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বাগদা এলাকায় সামনে থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ওই ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন।

এ ঘটনায় ঘাতক বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ