বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়ার পর দু'জন আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাওনা ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনায় আহতরা ট্রাক চালক ও তার সহকারী।
আহত মো. আরিফ হোসেন (৩৫) ও তার সহকারী মোবারক হোসেনকে(৩৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশিকুর বলেন, “ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার উত্তর পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।