Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি অভিযান, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১১:০৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকায় আলোচিত হলি আর্টিসান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় মনিরুল ইসলাম নামে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান চালানো হয়।

আটক মনিরুল ইসলাম শিবনারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, হলি আর্টিসান হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি এই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায়। তবে মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ