Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা পরিষদ বস্তিতে ভয়াবহ আগুনে পুড়েছে অর্ধশত ঘর

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৬:২৩ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশত ঘর যার বেশীরভাগ ব্যবহৃত হতো ঝুটের গোডাউন হিসেবে। এছাড়াও সেখানে কিছু বসত ঘরে লোকজন বসবাস করতো।
২১ জানুয়ারী সোমবার ভোর ৪টায় সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনগুলো বাশের মুলি ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে।
সেখানে কয়েকটি পরিবার থাকলেও অন্যান্য পরিবার গুলো তাদের ঘর ঝুটের গোডাউন ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করেন।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন ছিল। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ