Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা উদ্ভাবিত জীবাণু সার বদলে দেবে কৃষি ব্যবস্থাপনা

ডাল ফসল চাষ বিষয়ক সেমিনারে বক্তারা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বীজে জীবানু সার মিশিয়ে বপন করা হলে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হবে না। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশ ক্ষতিগ্রস্থ হবার সম্ভবনা থাকবে না। জীবানু সার ব্যবহারের ফলে উৎপাদন আরো বৃদ্ধিপাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসিআই ফার্টিলাইজার আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এ মতামত তুলে ধরেন। গতকাল রোববার বেলা ১২টায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিশেষ অতিথি ছিলেন এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডাইরেক্টর মো. বশির আহমেদ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্তাপন করেন বীনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হৃদয়েশ্বর দত্ত বলেন, বীনা আজকে যে জীবানু সার উদ্ভাবন করেছেন তার কৃতিত্ব বর্তমান সরকারের। কারণ সরকার গবেষণা করার জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করেছে বিধায় বীনা বিজ্ঞানীরা এটি আবিস্কার করতে সক্ষম হয়েছেন। মাঠ পর্যায়ে এর সুফল পৌছে দিতে সরকারের সাথে এসিআই চুক্তিবদ্ধ হয়েছে। কৃষি বিভাগ এটি মাঠ পর্যায়ে পৌছে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান তিনি। সেমিনারে কৃষক, কৃষি কর্মকর্তা, বীজ ব্যবসায়ীসহ শতাধীক লোক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ