Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুর গেলেন এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ২:০০ পিএম

মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ডিপিএস খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরের উদ্দেশে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউ-৪৪৯) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তার সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

এদিকে এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২১ জানুয়ারি, ২০১৯, ১২:২৬ এএম says : 0
    শুনেন সবাই, এই যে মেডিকেল চেক। এই সমস্থ কি? শুধু টাকার অপচয়, আল্লাহ তা'আলার প্রতি বিশ্বাসের কমতি। কেন যে বিদেশ যান? দেখেন সবাই, মোসলমান সবাই ইসলাম হইয়া যান। দেখবেন সিজ্ঞাপুর যাইতে হইবে না এমন কি ডাক্তার মিত্যাবাদীদের কাছে ও যাইতে হইবে না। ইসলাম ধর্ম শান্তি, ইসলাম মুক্তি,ইসলাম শিফা, ইসলাম রাজনীতি,। দেখেন অসুস্থ হইলেই চলে যায় ডাক্তারে চলে যায় সিংগাপুর চলে যায় ভারত আসলে ওদের ঈমানের খোবই কমজুরি, কোনোকোনো ক্ষেত্রে দেখা যায় ওদের ঈমান নাই। মরার আগে যায় হাসপাতাল আর হাসপাতাল গিয়ে মরে না আল্লাহ না রছুল। সময় এসেছে এই সমস্থ (attitude ) মোসলমানদেরকে বদলাইতে হইবে। অসুস্থ হইয়াছেন আল্লাহ তা'আলাকে ডাকেন তসবি তাহলিল করেন সুস্থ হইয়া যাইবেন।ইনশাআল্লাহ। মরনের সময় আসলে কেন বা ডক্তারে যাবেন? ডাক্তার কি হায়াত দিতে পারিবে? কখনো পারিবে না সুযোগ পাইলে মারিয়া ফেলিবে। আসুন আমরা সবাই ইসলাম ধর্ম শিক্ষা করি আর সূস্থ থাকি। ইনশাআল্লাহ। আমি ডাক্তারে যাই না এবং ঔষধ নামের হারাম খাই না আর খাইবো ও না এই আশা আমার আল্লাহ তা'আলার দরবারে। প্রত্যেকটা ঔষধে হারাম আছে আর হারাম অর্থ বেমার, বেমার খাইলে মানুষ সূস্থ কি ভাবে হইবেন। আমার মৃত্যুর সময় যখন আসিবে আমি আমার ছেলে মেয়েদের বলে রাখিয়াছি আমাকে যেন হাসপাতালে না নেওয়া হয়। আমি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করিতে চাই আর আমার তো আল্লাহ তা'আলার দরবারে আবেদন শহীদি মৃত্যুবরণ। আল্লাহ তা'আলা কবুল করিতেন। আমীন। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ