প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতের দুই বরেণ্য শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে গাইতে দেখা যায় না। তবে তারা এবার এক মঞ্চে গাইবেন। যুক্তরাষ্ট্রের ৬টি শহরে টানা দুই মাস তারা একই মঞ্চে উঠবেন। কনসার্টগুলোর আয়োজক শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম জানিয়েছেন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডালাস, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টায় আগামী জুলাই ও আগস্ট মাসে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই দুই গুণী শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করা গর্বের বিষয়। এর আগেও আমি দুইবার রুনা ও সাবিনা আপাকে নিয়ে অনুষ্ঠান করেছি। সে অভিজ্ঞতা অসাধারণ। তাই এবার আরও বড় পরিসরে আয়োজনের চেষ্টা করছি। কনসার্টে অংশ নেয়ার বিষয়ে ইতোমধ্যে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে আলোচনা চ‚ড়ান্ত হয়েছে। উল্লেখ্য, শো টাইম মিউজিক প্রবাসী বাংলাদেশীদের জন্য নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবারও একই উদ্দেশ্যে কনসার্টগুলো আয়োজন করা হবে। প্রতিষ্ঠানটি জানায়, আরও কয়েকটি কনসার্টে নগরবাউল জেমসও অংশ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।