Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে নিয়ে কনসার্ট

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা একসঙ্গে নিউইয়র্কে যাচ্ছেন। সেখানে দুজন এক মঞ্চে গান পরিবেশন করবেন। দেশের বাইরে এই প্রথমবারের মতো তারা একসঙ্গে গান গাইতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এ খবর জানিয়েছেন। আগামী ১৫ মে রোববার নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে এক মেগা কনসার্টে সাবিনা ও রুনা গাইবেন বলে জানান। আলমগীর খান আলম জানান, শো টাইম মিউজিক প্রতি বছর ঢালিউড অ্যাওয়ার্ড আয়োজন করে। এবারও এপ্রিলের ৩ তারিখ এটি অনুষ্ঠিত হবে। পনের বছর ধরে আমরা অনুষ্ঠানটি করছি। এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙ্গালীদের সবচেয়ে বড় ও ব্যয়বহুল বিনোদন অনুষ্ঠান। শোটাইম মিউজিক সব সময়ই ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার আমরা সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে নিয়ে কনসার্ট করার উদ্যোগ নিয়েছি। আশা করছি, নিউইয়র্কে এটি স্মরণকালের একটি সেরা অনুষ্ঠান হবে। তিনি জানান, খুব শিগগিরই কনসার্টের টিকিট ছাড়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্কে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে নিয়ে কনসার্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ