Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার দেশাত্মবোধক গানের অ্যালবাম প্রকাশ করছেন সাবিনা ইয়াসমিন

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, এবার দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে আসছেন। ইতোমধ্যে এই অ্যালবামের জন্য তিনি বেশকিছু গান নির্বাচন করেছেন। কয়েকটি গানে ইতোমধ্যে কণ্ঠও দিয়েছেন তিনি। এতে ১০-১২টি গান থাকবে। সাবিনা জানান, দীর্ঘদিন ধরে এর কাজের পরিকল্পনা করেছিলেন। নানা জটিলতার কারণে কাজ শুরু করতে পারিনি। তিনি বলেন, ‘আমি দেশের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গীত ক্যারিয়ারে এ পর্যন্ত অসংখ্য দেশের গানে কণ্ঠ দিয়েছি। তারপরও এর প্রতি আমার ক্ষুধা মেটেনি। আর ভক্ত-শ্রোতা আমার কণ্ঠে ঘুরেফিরে দেশের গানই বেশি শুনতে চায়। এই ভাবনা থেকে দেশাত্মবোধক গানের অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে স¤প্রতি ইমপ্রেস অডিও ভিশন থেকে সাবিনার লালন সঙ্গীতের অ্যালবাম ‘হৃদয়ে লালন সাঁই’ প্রকাশিত হয়েছে। এর গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের এত ভালো লাগবে, তা আগে বুঝিনি। বলা যায়, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আমার কণ্ঠে লালনের গানগুলো শ্রোতারা খুব পছন্দ করেছেন। শুনেছি, এই গানের আরো একটি অ্যালবাম চেয়ে তারা অনুরোধ করছেন।’ এছাড়া সাবিনা ইয়াসমিন তার কণ্ঠের কয়েক দশকের জনপ্রিয় গানের সংকলন নিয়ে একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তিনি গান নির্বাচনের কাজ শুরু করেছেন। কিছুদিনের মধ্যে এর কাজ শুরু করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার দেশাত্মবোধক গানের অ্যালবাম প্রকাশ করছেন সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ