বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সংস্থাটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বিএসটিআই’র কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয় এবং আঞ্চলিক ও জেলা পর্যায়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, বিএসটিআই একটি সেবাধর্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এ প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোন স্থান নেই। তাই আপনারা কেউ এসব কাজের সাথে যুক্ত হবেন না।
বিএসটিআই কর্মকর্তাদের দেশের জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদেরকে ভিশন ২০২১, এসডিজি-২০৩০ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।