Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদাবরে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১১:১৬ এএম

দাবি আদায়ের জন্য রাজধানীর আদাবরে বিক্ষোভ-সমাবেশ করছে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে শম্পা মার্কেটের সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।
বেশ কিছুদিন ধরে, গাজীপুর, সাভার, তেজগাঁও, মিরপুর বিভিন্ন এলাকায় বেতন, বকেয়া ও বিভিন্ন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করে আসছে। শ্রমিকদের দাবি মেটাতে মালিক ও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও শ্রমিকদের আন্দোলন থামছে না।
এর আগে, গত ১৩ জানুয়ারি বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ