Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুর্নীতি করলে কোন ছাড় নেই বিচার হবেই - এমপি সবুজ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ৭:৪৮ পিএম

গাজীপুর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেছেন,দুর্নীতি করলে কোন প্রকার ছাড় নেই, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে আইন ও বিচারের মুখোমুখি হতেই হবে। আরো বলেন সরকারের সকল উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে আমি অঙ্গীকারাবদ্ধ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি নির্ভয়ে সরকারী কর্মকর্তাদের কাজ করার আহবান জানান। কোনও সরকারি কর্মকর্তা যদি দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তা হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি মঙ্গলবার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার রেহানা আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম,সহকারী ভূমি কর্মকর্তা ফাতেমাতুজোহুরাসহ সরকারি কর্মকর্তারা।

এর আগে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে তিনি মিলাদ মাহফিলে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ