বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অভিযান চালিয়ে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে কাঞ্চন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু ওয়াদুদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাঞ্চন বাজারে আমিন স্টোরের বিরুদ্ধে ভেজাল সার বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ওই দোকান থেকে ৯৫০কেজি ভেজাল টিএসপি সার জব্দ করে ধ্বংস করা হয়। এসময় ওই দোকানের পরিচালক বনি আমিনকে নগদ ৩০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।