Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘ইইউ’ ত্যাগের প্রস্তাব জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ৫:৫৭ পিএম

ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার প্রস্তাব দিল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি৷ ইউরোপিয়ান পার্লামেন্টে সংস্কারের দাবিকে সামনে রেখেই ডানপন্থি দল এএফডি’র এমন প্রস্তাব৷
সামনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন৷ এই নির্বাচনকে সামনে রেখে জার্মানির ডানপন্থি রাজনৈতিক দল এএফডি একটি নির্বাচনী ইশতাহার প্রকাশ করেছে৷ এই ইশতাহারে ২০২৪ সালের মধ্যে জার্মানিকে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছে তারা৷ শুধু তাই নয়, ইশতাহারে রয়েছে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের ভূরি ভূরি সমালোচনাও৷ কিন্তু জার্মানির ‘ইইউ’-চ্যুতির এই প্রস্তাবের পাশে নেই এএফডি নেতৃত্বেরই আরেক অংশ৷ আলেক্সান্ডার গাউলান্ড ও ইয়োর্গ ময়টেন-এর মতো নেতারা এই দাবির সমালোচনা করেছেন৷ গাউল্যান্ড জানান, ‘জার্মানিকে ইইউ ছেড়ে বেরিয়ে আসতে বলার এই পরামর্শ আদৌ যৌক্তিক কি না তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে৷’
ব্রেক্সিটের আদলে ‘ডেক্সিট' বা ‘ডয়েচলান্ড এক্সিট’-এর এই দাবির সাথে সাথে এই ইশতাহারে সমালোচিত হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের ৭৫১জন সদস্যের বিশেষ অধিকার লাভের বিধানটিও৷
প্রসঙ্গত, ২০১৩ সালে অল্টারনেটিভ ফর জার্মানি দলটির প্রতিষ্ঠা হয় অন্যান্য রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ‘ইউরো’-র প্রতি অনাস্থাকে কেন্দ্র করে৷ বর্তমানে এই অনাস্থা আবার মাথা চাড়া দিয়ে ওঠায় আলোচনায় উঠে আসছে জার্মানির ‘ইউরো’ মুদ্রাকে পরিত্যাগ করার প্রস্তাবও৷ কিন্তু এএফডি’র এই দুই চরম প্রস্তাবের বিপক্ষে ইতিমধ্যে টুইটারে সরব হয়েছেন এফডিপি, গ্রিন পার্টি সহ একাধিক দলের রাজনীতিকরা৷ ইউরোপিয়ান পার্লামেন্টের কার্যক্রমের বিরোধিতা করেও এএফডি কেন এই নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে, এই প্রশ্ন তুলেছেন ব্যবসা-বান্ধব দল এফডিপি'র প্রতিনিধি আলেক্সান্ডার গ্রাফ লাম্বসডর্ফ৷ সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ