Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জার্মানিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

ইউক্রেনের দীর্ঘ মেয়াদি নিরাপত্তার স্বার্থে আলোচনা করতে পেন্টাগন আগামী সপ্তাহে জার্মানিতে বৈঠক করার ব্যাপারে ৪০টি মিত্র দেশকে আমন্ত্রণ জানিয়েছে। আর তারা এমন এক সময় এ আলোচনায় বসতে যাচ্ছে যখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার বাহিনীর সাথে লড়াই অব্যাহত রেখেছে কিয়েভ। পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, ২০ দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সিনিয়র জেনারেল, ন্যাটো ও নন-ন্যাটো সদস্য দেশ জার্মানির পশ্চিমাঞ্চলে মার্কিন নিয়ন্ত্রিত রামস্টিন বিমান ঘাঁটিতে বৈঠকের জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আমন্ত্রণ ইতোমধ্যে গ্রহণ করেছেন। তিনি এ বৈঠককে একটি পরামর্শ বৈঠক অভিহিত করেন। যুদ্ধ অবসানের পর ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে দেশটির অংশীদার দেশগুলো কীভাবে অবদান রাখতে পারে বৈঠকে তা নিয়ে পর্যালোচনা করা হবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ