Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন মোদি : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইংরেজি ভাষার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, মোদি এক বর্ণও ইংরেজি বলতে পারে না। গত বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় অংশ নিতে নদিয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে মমতা বলেন, মোদি অনেক সভায় এত ভাষণ দেন। কিন্তু তিনি এক এক বর্ণও ইংরেজি বলতে পারেন না। তিনি আরো বলেন, ইংরেজি বলতে না পারার কারণে মোদি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন। সব গণমাধ্যমই এটা জানে। আমরাও জানি, আপনি (মোদি) স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, বক্তব্যটা দেখছেন আর তা দেখে পুরোটা গড়গড় করে পড়ে যাচ্ছেন। এছাড়া ওই সভায় নরেন্দ্র মোদির স্বাস্থ্য প্রকল্পেরও কড়া সমালোচনা করেন মমতা। মমতার দাবি বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করছে মোদি সরকার। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ