Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হামাসের হাতে আটক ৪৫ ইসরায়েলি গুপ্তচর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ৫:২৭ পিএম

দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলের ৪৫ গুপ্তচর ও সহযোগীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজুম। ইসরায়েলের নিয়োগ করা এসব ফিলিস্তিনিকে গত নভেম্বরে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে।
গ্রেফতারকৃতরা অঞ্চলটিতে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি আক্রমণ চালিয়েছিল কিংবা কোনো আক্রমণে পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল কি না তা এই বিবৃতিতে নির্দিষ্ট করে বলেননি ইয়াদ আল-বোজুম। তাদেরকে ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্ল্যাকমেইল করে গুপ্তচরবৃত্তিতে রাজি করানো হয়। গত কয়েক বছরে হামাস এই ধরনের অনেক গুপ্তচরকে গ্রেফতার করেছে।
খান ইউনিস শহরে একজন হামাস কমান্ডার এবং একজন ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যুর ঘটনায় প্রথমে ইসরায়েলের সৈন্য এবং হামাসের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কিন্তু দ্রুতই তা সীমান্ত যুদ্ধে রূপ নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামাস এবং ইসলামিক জিহাদ মুভমেন্ট দক্ষিণ ইসরায়েলে ৪০০ রকেট ও প্রজেক্টাইল ছোড়ে। জবাবে ফিলিস্তিনের ১৫০টি ভবন ও স্থাপনাতে হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
এসব ঘটনার পর দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জেরে পদত্যাগ করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান। তিনি মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ