Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসেন এক বিবৃতিতে সাভারে গার্মেন্টস শ্রমিকের ওপর পুলিশী হামলায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান। সেইসাথে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, গার্মেন্টস মালিকদের উচিত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা এবং শ্রমিকদেরও উচিত ভাঙচুর পরিহার করে নিজ কাজে যোগদান করা। তারা বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। শ্রমিকদের ঠকিয়ে দেশ উন্নত করা যাবে না। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টস শ্রমিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ