Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে ছুটির বাড়াতে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১:২৫ পিএম

সরকার ঘোষিত ঈদের তিনদিনের ছুটি বাড়াতে রাজধানীর মিরপুর এলাকার সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ শনিবার সকালে ভাষানটেক কাফরুল এলাকা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে মিরপুর ১০ নম্বর মোড় এলাকার সব রাস্তার যানবাহন আটকে রয়েছে। এতে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা ভাষানটেক কাফরুল এলাকা থেকে জড়ো হয়ে আজ সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবি, ঈদে ১০ দিনের ছুটি দিতে হবে। আমরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।



 

Show all comments
  • Mohammad Kutub Uddin ৮ মে, ২০২১, ২:৩২ পিএম says : 0
    Relax
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ