Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএফপির রিপোর্ট : আতঙ্কিত রোহিঙ্গারা ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসছে বাংলাদেশে

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:২২ পিএম | আপডেট : ১২:৩১ পিএম, ৯ জানুয়ারি, ২০১৯

মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন ভয়ে আতঙ্কিত ভারতে অবস্থানরত রোহিঙ্গারা। এ ভয়ে তারা সীমান্ত গলিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে। এরই মধ্যে কয়েক দিনে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। গত সপ্তাহে ৫ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে ভারত। এভাবে জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। তারা অভিযোগ করছে, নির্যাতিত রোহিঙ্গাদের ভয়াবহতার মধ্যে ফেরত পাঠিয়ে ভারত আন্তর্জাতিজ আইনের প্রতি অমর্যাদা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে আরো বলা হয়, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের যেসব সদস্য ভারতে অবস্থান করছেন তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জোরালোভাবে জানিয়েছে ভারত।
এরই মধ্যে দু’দফায় জোর করে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারের হাতে তুলে দিয়েছে ভারত। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার বিষয়ক সংগঠন মিয়ানমারে রাষ্ট্রহীন রোহিঙ্গাদের বিরুদ্ধে সেখানকার সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে এবং তা অব্যাহত আছে- এমন রিপোর্ট করা সত্ত্বেও রোহিঙ্গাদেরকে সেই মিয়ানমারের হাতেই তুলে দিচ্ছে ভারত।
এএফপি আরো লিখেছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত। তারা ২০১৮ সালে গ্রেফতার করেছে ২৩০ রোহিঙ্গাকে। সেখানে কট্টর হিন্দুত্ববাদীরা এসব রোহিঙ্গাকে সদলবলে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে।
বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী কর্মকর্তারা ও পুলিশ বলেছে, গত সপ্তাহে ভারত থেকে পালিয়ে আসা কয়েক ডজন রোহিঙ্গাকে আটক করেছেন তারা। তাদেরকে বাংলাদেশের দক্ষিণে শরণার্থীদের শিবিরে ফেরত পাঠানো হয়েছে। ওই শিবিরগুলোতে কঠিন জীবনযাপন করছে বাস্তুচ্যুত ও মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বাংলাদেশী কর্মকর্তারা বলছে, ভারতে যেভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর আতঙ্ক বিরাজ করছে তার জন্যই ভারত থেকে এভাবে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছেন।
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শহর ব্রাহ্মণপাড়ার পুলিশ প্রধান শাহজাহান কবির আটক রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ভারত যখন আটক করা শুরু করে এবং তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে থাকে তখন থেকেই তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনি আরো বলেছেন, গত বৃহস্পতিবারেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর আটক করা হয়েছে ১৭ রোহিঙ্গাকে। তাদেরকে সীমান্তের ৩১টি পয়েন্ট থেকে আটক করা হয়। এদের বেশির ভাগই ভারতে বসবাস করছিলেন ৬ বছর ধরে।
ওদিকে কক্সবাজারে রোহিঙ্গাদের শিবিরে ঠাসাঠাসি অবস্থা। সেখানে ২০১৭ সালের ২৫ শে আগস্টের পর আশ্রয় নিয়েছে কমপক্ষে ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা। সেখানকার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এরপরও গত কয়েকদিনে এসেছেন কমপক্ষে ৫৭ জন রোহিঙ্গা। কুতুপালং শরণার্থী শিবিরের প্রশাসক রেজাউল করিম সর্বশেষ যাওয়া রোহিঙ্গাদের সম্পর্কে বলেন, তারা এসেছেন হায়দরাবাদ, জম্মু-কাশ্মিরের মতো এলাকা থেকে। উল্লেখ্য, হায়দরাবাদ হলো ভারতের দক্ষিণের বড় শহর। আর জম্মু-কাশ্মির হলো ভারত নিয়ন্ত্রিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা।
দশকের পর দশক মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্যের শিকার। এমনকি তাদেরকে নাগরিকত্ব পর্যন্ত দেয় নি সরকার। ফলে তারা রাষ্ট্রীয় যেকোনো সেবা থেকে বঞ্চিত। তাদেরকে মিয়ানমার দেখে থাকে ‘বাঙালি’ হিসেবে। তারা মনে করে, এরা অবৈধ অভিবাসী। তাদের বসবাস মিয়ানমারের রাখাইনে।



 

Show all comments
  • Rofikul Islam ৯ জানুয়ারি, ২০১৯, ২:৩১ পিএম says : 0
    ভারতের ভালবাসা ।
    Total Reply(0) Reply
  • Kamrul Hasan ৯ জানুয়ারি, ২০১৯, ২:৩১ পিএম says : 0
    বাংলাদেশ ছাড়া যায়গা নাই এদের, দেশ দেখি এখন রোহিঙ্গা ভাগাভাগি করবে
    Total Reply(0) Reply
  • MD Hasan ৯ জানুয়ারি, ২০১৯, ২:৩১ পিএম says : 0
    এই দেশের কপালে কি আছে আল্লাহ জানে
    Total Reply(0) Reply
  • তুষার ৯ জানুয়ারি, ২০১৯, ২:৩৩ পিএম says : 0
    িএই ঘটনা ঘটানোর জন্যই তো ভারত আগ বাড়িয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এখন সমর্থনের পাওনা আদায় করছে।
    Total Reply(0) Reply
  • nurul alam ৯ জানুয়ারি, ২০১৯, ২:৪৬ পিএম says : 0
    শুধু মুসলিম হওয়ার কারণে একটি জাতির এত দুর্ভোগ.. এত দুর্ভোগ!! আর সহ্য হয় না। হে আল্লাহ, তুমিই একমাত্র সাহায্যকারী।
    Total Reply(0) Reply
  • golam mostafa ৯ জানুয়ারি, ২০১৯, ৩:২৯ পিএম says : 0
    মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হোক।
    Total Reply(0) Reply
  • সত্যভাষী ৯ জানুয়ারি, ২০১৯, ৩:৩৪ পিএম says : 0
    বাংলাদেশের মানুষ যতদিন ঐক্যবদ্ধ না হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন চারিদিক থেকে রোহিঙ্গাদের এদেশে ঠেলে দেওয়া হবে। কিন্তু কিছুই করার থাকবে না।
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ৯ জানুয়ারি, ২০১৯, ৩:৩৭ পিএম says : 0
    হে দয়াময় আল্লাহ, বিশ্বের সবচেয়ে এই নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তি মিলবে কবে! কত দিন তারা এভাবে অসহায়ের মতো দ্বারে দ্বারে ঘুরবে। এই বিশাল পৃথিবীতে তাদের জন্য কি নিরাপদ আবাসস্থানের এতই অভাব!!!
    Total Reply(0) Reply
  • Ahmad Miah ৯ জানুয়ারি, ২০১৯, ৪:২০ পিএম says : 0
    ভারত কেন বাংলাদেশে পাঠাচ্ছে? মিয়ানমারের সাথে মিলে বাংলাদেশকে রোহিঙ্গাদের ঘাটি বানাবে? নাকি আসামের মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেয়া এক মহা পরিকল্পনা ভারতের?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ