বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট না দেওয়ায় চার সন্তানের জননীকে ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্ত¡রে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘এই মুহূর্তের স্বৈরাচার, হাসিনা সরকার’ এই জাতীয় স্লোগানসহ ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ‘এই সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের উদ্দেশ করে নেতিবাচক মন্তব্য করে। এতে উত্তেজনা সৃষ্টি হয়।’
পরবর্তীতে শাখা ছাত্রলীগের সভাপতি ও আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গৃহবধূকে সরকার দলীয় সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে যা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার ওপর আঘাত। সারাদেশেই এরকম অন্যায়-অবিচার অহরহ ঘটে চলেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, প্রশাসন এসব ঘটনার সুষ্ঠু বিচার করছে না।’
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি অলিউর রহমান বলেন, ‘সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় গৃহবধূকে ধর্ষণের এই ঘটনা ক্ষমতার অপব্যবহার। ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটে তখন এটা স্পষ্ট যে, পেশীশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষমতাসীনেরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।