Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন নবাগত নায়িকা পূজা চেরী। পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে। তাই অভিনয়ের চেয়ে এখন তিনি পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। পূজা জানান, এখন আমার সময় পড়ার টেবিলেই কাটছে। আপাতত কাজ করা সম্ভব নয়। এমনিতেই কাজ নিয়ে সারাবছর ব্যস্ত থাকতে হয়। তাই এ সময়টাতে লেখাপড়া করছি। মাত্রই মডেল টেস্ট দিলাম। পরীক্ষার প্রস্তুতি ভালোই চলছে। পরীক্ষার পর নতুন সিনেমার কাজ শুরু করব। আন্ডারগ্রাউন্ড গল্প নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করব। পরিচালনা করছেন রায়হান রাফী। আর প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত প্রশংসিত দুটি সিনেমা করেছেন পূজা। পোড়ামন-২ ও দহন সিনেমার মাধ্যমে গত বছরের সেরা ব্যবসাসফল নায়িকা পূজা। নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নূরজাহান-এর মাধ্যমে। এদে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি। একই নায়কের সঙ্গে জুটি বেঁধে এবার তৈরি হয়েছে পূজার নতুন সিনেমা প্রম আমার-২। এটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। ভারত ও বাংলাদেশে একযোগে সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়িকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ