Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ৪:০৪ পিএম

নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল ঢাকার মতিঝিল এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি মটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। মোটরসাইকেলকে চাপা দিয়ে কার্ভাডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাধবদী থানায় নিয়ে আসে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সাথে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কনস্টেবল। ঘাতক চালককে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।

নিহতের লাশ পরিবারের কাছে করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ