Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহামেডানকে আশা দেখাচ্ছেন নাসির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশের খেলাধুলায় ঐতিহ্যবাহী একটি নাম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বছরের পর বছর দাপটের সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে বিচরণ করলেও হালে এই ক্লাবটি নিজের সুনাম ধরে রাখতে যেন হিমশিম খাচ্ছে। বিশেষ করে ফুটবলে মোহামেডানের অবস্থা বেশ নাজুক। দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একবারও শিরোপা জিততে পারেনি দলটি। লিগের দশম আসর শেষে একাদশ আসর আসন্ন। অথচ বিপিএলে মোহামেডানকে নিয়ে স্বপ্ন দেখতে পারছেন না সমর্থকরা। এবারের মৌসুমের প্রথম দুই টুর্নামেন্টে সাদাকালোদের ব্যর্থতাই প্রমাণ করে তাদের অবস্থা তথৈবচ। মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও দ্বিতীয় টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রæপ পর্ব থেকে বাদ পড়ে মোহামেডান সমর্থকদের হতাশ করেছে। তবে বিপিএলে সাদাকালোদের ভালো একটি অবস্থানে নিয়ে যেতে চান দলের কোচ নাসির উদ্দিন। তিনি বলেন,‘লিগে আমার লক্ষ্য থাকবে ঐতিহ্যবাহীরা যাতে নিজেদের মান রাখতে পারে। মোহামেডানের এবারের দলটি খুব একটা খারাপ নয়। আমি আশাবাদী এই দল নিয়ে। আমার ধারনা লিগে আমি ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা পূরন করতে পারবো।’
নাসির যোগ করেন, ‘লিগ খুবই কাছে। সময় খুব কম। অল্প ক’দিন এসেছি ক্লাবে। তাই চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবো এটা বলা যাবে না। তবে আশা করছি ভালো করবো।’

তিনি আরো বলেন, ‘এবার মোহামেডানে সিনিয়র ও জুনিয়র ফুটবলারের সংখ্যা সমান। তবে সিনিয়ররা অভিজ্ঞ। জুনিয়ররা যে খুব ভালো তাও বলবো না। বিদেশীরাও খুব ভালো মানের নয়। তবে চারজন বিদেশী যেহেতু অনুমোদন রয়েছে, বাকি ছয়জনের সমন্বয়ে মাঠে ভালো ফলের প্রত্যাশা করছি।’

ফেডারেশন কাপে এক সময় এক চেটিয়া আধিপত্য ছিল মোহামেডানের। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে একক ও যৌথভাবে ১১বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সাদাকালোরা সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল ২০০৯ সালে। তবে স্বাধীনতা কাপের শিরোপা জয়ের ইতিহাসটা অতটা সমৃদ্ধ নয় মোহামেডানের। ১৯৭২ সাল থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টে মাত্র তিনবার চ্যাম্পিয়ন হয় তারা। সর্বশেষ ২০১৪ সালে স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। অন্যদিকে বিপিএলের শিরোপা এখনো অধরাই থেকে গেছে তাদের। প্রথম তিন আসরে রানার্সআপ হলেও এখন মাঝে সাঝে অবনমনের শংকা জেকে বসে সাদাকালো শিবিরে। যদিও চলতি মৌসুমে ভালো করার প্রত্যাশায় লন্ডন থেকে উড়িয়ে আনা হয়েছিল কোচ ক্রিস্টোফার ইভান্সকে। কিন্তু ফেডারেশন ও স্বাধীনতা কাপ- দু’টোর একটিতেও দলকে গ্রæপ পর্বের চৌকাঠ পার করে দিতে পারেননি তিনি। তাই দেশে গিয়ে আর ঢাকায় ফেরেননি এই ইংলিশ ম্যান। উল্টো পাওনা পরিশোধের জন্য মোহামেডানকে ফিফায় নালিশের হুমকি দিচ্ছেন। ক্রিস্টোফার না থাকায় মোহামেডানের কোচের দায়িত্ব নিয়েছেন নাসির। তিন মৌসুম আগে সর্বশেষ টিম বিজেএমসির কোচ ছিলেন এএফসি ‘বি’ লাইসেন্সধারী এই কোচ। তবে গেল দু’বছর ধরে খুলনায় নিজের বাড়িতেই ছিলেন তিনি। ঢাকার ফুটবল থেকে দূরে থাকলেও তার কাধেই দলের দায়িত্ব তুলে দিয়েছে মোহামেডান কর্তৃপক্ষ। সমর্থকরা অপেক্ষায় আছেন তার অধীনে লিগে কেমন করে ঐতিহ্যবাহীরা এটা দেখার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ