Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোদীকে ‘উপহাস’ ট্রাম্পের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ৪:৫৫ পিএম

আফগানিস্তানে একটি লাইব্রেরীতে অর্থায়ন করার প্রস্তাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন মন্ত্রীসভার এক বৈঠকে মোদীকে উপহাস করে ট্রাম্প বলেন ভারতের এ উদ্যেগ কোন কাজেই আসবেনা। খবর এনডিটিভি।
ডনের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রীসভার বৈঠকে ট্রাম্প ভারতের অর্থায়নের বিষয়টি তুলে ধরেন। সে সময় ট্রাম্প বলেন, মোদী আমাকে বারবার বলেছে আফগানিস্তানে একটি লাইব্রেরী নির্মাণ করতে। তাকে ধন্যবাদ লাইব্রেরীর জন্য। তবে, আমি জানিনা কে এই লাইব্রেরী আফগানিস্তানে ব্যবহার করছে।
ট্রাম্প ভারতের কোন প্রস্তাবের কথা উল্লেখ করেছে সেটি স্পষ্ট না হলেও ভারত যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের সহযোগিতার জন্য ৩ বিলিয়ন ডলারের একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি অভিজাত উচ্চ বিদ্যালয় এবং আফগানিস্তানের ১০০০ ছাত্রকে ভারতে শিক্ষার বৃত্তি দেয়ার কথাও উল্লেখ করেছিল।
২০১৫ সালে ভারতের অর্থায়নে আফগানিস্তানের পার্লামেন্ট ভবন সংস্কারের পর সেটির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদী প্রতিজ্ঞা করেছিল যে, সে আফগানিস্তানে যুবকদের আধুনিক শিক্ষা এবং পেশাদার দক্ষতার মাধ্যমে ক্ষমতায়ন কর্মসূচীকে ছড়িয়ে দিতে চায়।
তালেবানদের হামলায় জর্জরিত আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি সাহায্য আসে ভারতের। যেখানে ভারতবিরোধী জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তালেবানদের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ