Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজকে তালিবানের উপহাস

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোরে বোমা হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার দায় স্বীকারকারী তালিবানের উপদল জামাত-উর-আহরার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে উপহাস করেছে। জঙ্গিগোষ্ঠীটি তাদের লড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে বলে দাবি করেছে। গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালনের দিনে লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে জড়ো হওয়াদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে নওয়াজ বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা এই দেশ থেকে তাদের নির্মূল করব। নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আরও ভাল সমন্বয়ের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি । নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নওয়াজ বলেন, (এ ঘটনার পর) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে পাকিস্তানের সংকল্প আরও দৃঢ় হয়েছে। গত মঙ্গলবার নওয়াজের এই মন্তব্যকে উপহাস করে জঙ্গিগোষ্ঠীটি তাদের লড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে বলে পাল্টা মন্তব্য করে। লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ শহর ও জনবহুল শহর। প্রধানমন্ত্রী নওয়াজের রাজনৈতিক কেন্দ্র ও বাড়ি এই শহরেই। সে দিকেই ইঙ্গিত করে এক ট্যুইটে জামাত-উর-আহরার এর মুখপাত্র এহাসানুল্লাহ এহসান বলেন, নওয়াজ শরিফ জানুক, এই যুদ্ধ এখন তার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধে নীতিবান মুজাহিদরাই জয়ী হবে। ট্যুইটে হামলা আরো বাড়ানোর হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, তালিবানের উপদল জামাত-উর-আহরারের সদস্যদের ধরার জন্য তারা ব্যাপক অভিযান পরিচালনা করছে। তবে অভিযানের বিষয়ে সামরিক বাহিনী বা দেশটির সরকার কেউ বিস্তারিত কিছু জানায়নি। ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য স্বীকার করা জামাত-উর-আহরার পাকিস্তানি তালিবানের একটি স্বনির্ভর উপদল। ডিসেম্বর থেকে এ পর্যন্ত গোষ্ঠীটি পাকিস্তানে পাঁচটি বড় ধরনের হামলা চালিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওয়াজকে তালিবানের উপহাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ