Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে উপহাস রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১১:০৪ এএম

আইএস খলিফা আবু বকর আল বাগদাদিকে অগণিতবার নিহত ঘোষণাতে যুক্তরাষ্ট্রকে নিয়ে উপহাস করেছে রাশিয়া। এছাড়া এ খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মস্কো।

২০১৪ সাল থেকে বিভিন্ন সময় বাগদাদির মৃত্যু নিয়ে খবর রটেছে। ডেইলি মেইল ও এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেন, ইদলিবের উত্তেজনা প্রশমিতকরণ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই।

তিনি বলেন, বাগদাদিকে লক্ষ্যবস্তু বানিয়ে মার্কিন বাহিনীর অভিযানে রাশিয়া কোনো সহায়তা করেছে বলে তার জানা নেই।

এদিকে বাগদাদীকে হত্যা গুরুত্বপূর্ণ কোনো কাজ নয় বলে মন্তব্য করেছেন ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজহারি-জোহরমি।

রোববার এক টুইটবার্তায় তিনি বলেন, এটা কোনো বড় কাজ না। আপনি নিজের আজ্ঞাবহকেই কেবল হত্যা করেছেন।

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

এর আগে এক বিবৃতিতে তিনি বলেছেন, তাদের স্পেশাল ফোর্সের অভিযানের মধ্যে বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটান বাগদাদি।

অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সুযোগ না থাকা একটি সুড়ঙ্গের ভেতরে দৌড়ে গিয়ে মারা পড়েন বাগদাদি।

ট্রাম্পের ভাষ্যমতে, এ সময় তিন শিশু সন্তান সঙ্গে ছিল বাগদাদির, বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে নিয়ে মারা যান তিনি।

বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে ডিএনএ টেস্টে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নিহত হয়নি এবং বাগদাদির বেশ কয়েকজন অনুসারী নিহত হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

আইএসের শীর্ষনেতা বাগদাদির মৃত্যুর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, বিশ্ব এখন আগের চেয়ে অনেকটা নিরাপদ হয়েছে।



 

Show all comments
  • ভ্লাদিমির পুতিন ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
    এ নিয়া ৬বার শুনলাম হেতেরে মারছে বা মরসে। লাদেনরেও কয়েকবার মারসিলো, পরে লাশও দেখাইতে পারে নাই।
    Total Reply(0) Reply
  • Maruf Hasan ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
    হা হা সামনে ইউএস ইলেকশন, এসব রাজনৈতিক স্ট্যান্টবাজি দেখানোর এখনি উপযুক্ত সময়। ওবামা প্রশাসনও পরবর্তী ইলেকশনের আগে আগে লাদেনকে মেরেছিল।
    Total Reply(0) Reply
  • Abdul Hannan Saikat ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
    ডিম পাড়ে হাঁসে,খায় বাগডাশে! শেষ মুহূর্তে আইএস প্রধান কে হত্যা করে ট্রাম্পের ক্রেডিট নেওয়ার চেষ্টা, অথচ আইএস গোষ্ঠী নির্মূলে মূল ভূমিকা রাশিয়া-ইরানের।
    Total Reply(0) Reply
  • Khuku Rahman ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৯ পিএম says : 0
    একটা রবট,জেভাবে নাচাবে সেভাবেই নাজবে, প্রয়োজন শেষ কাজেই রাখার দরকার নাই,এখন নতুন কোন নাটকের রিহারসেল শুরু হবে।
    Total Reply(0) Reply
  • Abdullah Al Fahim Zunak ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৯ পিএম says : 0
    বাগদাদীকে মারার নামে মূলত বিশ্রামে পাঠিছে....সে ছিলো ইয়াহুদী, তার মিশন শেষ সুতরাং মারা নামে তাকে অবসরে পাঠিছে হয়ত এখন নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করবে
    Total Reply(0) Reply
  • Md Irfan ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৯ পিএম says : 0
    এই বাগদাদীকে তো অনেকবার মারা হয়েছে বলে নিউজ হয়েছিল।
    Total Reply(0) Reply
  • Razib Ahmmed ২৮ অক্টোবর, ২০১৯, ৩:৪০ পিএম says : 0
    মিথ্যা তথ্য, সে বর্তমানে ইসরাইলে আছে,ভবিষ্যতের নতুন কোন বাহিনি নিয়ে হাজির হবে,তার লাশ কি কেউ দেখেছে,সে আমেরিকা ও ইসরাইলের যৌথ প্রোযোজনা।
    Total Reply(0) Reply
  • Md Belal ২৯ অক্টোবর, ২০১৯, ৯:৩৭ এএম says : 0
    আমেরিকা যাকে বন্ধু বানায় তার আর শত্রুর দরকার হয়না।
    Total Reply(0) Reply
  • raihan ৩০ অক্টোবর, ২০১৯, ৯:৫১ পিএম says : 0
    জারা বলে বাগদাদি এহুদিদের গোলাম তারা নিশ্চিন্তে ইরানের/শিয়াদের অনুসারি। বাগদাদি ইরাকের একটা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ছিল এটা ইরাকের সবাই জানে।আইএস হাজার হাজার মার্কিন সেনা হত্যা করসে।ইরান কইটা মারকিন সৈন্য মারসে?আইএস রে ধ্বংস করার জন্য আমেরিকা যে পরিমান বোমা হামলা করসে তা নজিরবিহিন।তাহলে এরা কিভাবে এহুদিদের গোলাম হয়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রকে উপহাস রাশিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ