Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৭০টি কচ্ছপসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১১:৩৭ এএম

খুলনায় ৭০টি জীবিত কচ্ছপসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৮টার দিকে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরমপাল্টার রশিক বাড়ৈয়ের ছেলে বিষ্ণু বাড়ৈ (৬৫), গোপালগঞ্জের মুকসুদপুরের পুলিন মন্ডলের ছেলে পলাশ মন্ডল (২৬), আশাশুনির মাজেদ তরফদারের ছেলে আব্দুল মালেক (৩৮)।
র‌্যাব-৬ এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামের বড় ব্রিজের অদূরে সাচিবুনিয়া-চালনা সড়কে একটি ইজিবাইকে অভিযান চালিয়ে চটের বস্তায় ছোট বড় ৭০টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় কচ্ছপ বহনকারী ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইজিবাইক ও ৩টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় বন আইন ও বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সুন্দরবন থেকে ফাঁদ পেতে বণ্য প্রাণী জীবিত কচ্ছপ ধরে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় করছে একটি চক্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কচ্ছপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ