Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যক্তি আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৯ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার দুর্বাডাঙ্গা গ্রামের নিরাপদ মহলদারের ছেলে উত্তম মহলদার (৫১) ও কৈখালী গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫২)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকারামপুর গ্রামস্থ দলুয়া বাজারের পার্থ ডিজিটাল ফটোস্ট্যাট এন্ড স্টুডিও এর সামনে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়কালে ৩৪টি কচ্ছপসহ দুইজনকে আটক করা হয়। তাদের পাটকেলঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ