বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার দিঘলিয়া উপজেলায় গত ২৬ ফেব্রুয়ারি উদ্ধার হওয়া ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপটি আজ রোববার সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপটি ওই দিন সকালে দিঘলিয়ার গাজিরহাটে জেলেদের জালে ধরা পড়ে। সেটি পুলিশ উদ্ধার করে বন বিভাগকে জানায়।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, এক সময়ে বাংলাদেশ, ভারত ও মায়ানমারে বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিলো। এখন যা বিলুপ্ত প্রায়। খুব কম সংখ্যক এ প্রজাতির কচ্ছপ রয়েছে, যা সংগ্রহ করে গবেষণার কাজ করছেন সংশ্লিষ্টরা। বাটাগুরবাস্কা কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণ ক্ষেত্র, খাদ্যভাস এবং প্রজনন সম্পর্কে জানতে ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারি সেদেশের সজনেখালী এলাকার কুলতলীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে। তারই একটি কচ্ছপ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে চলে আসে। কচ্ছপটি উদ্ধার করে আমরা আমাদের হেফাজতে রেখেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ভারতের এ ধরণের আরও একটি ট্রান্সমিটার বসানো কচ্ছপ পূর্ব সুন্দরবনের বলেশ্বর ও সাউথখালীর নদীতে বিচরণ করছে বলে জানা গেছে। তিনি আরও জানান, বাংলাদেশ বনবিভাগ, অস্ট্রিয়ার ভিজুয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ নিয়ে গবেষণা করছে। তিনি আরও জানান, কচ্ছপের পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের কার্যক্ষমতা এক বছরের। এরপর এমনিতেই এটি খসে পড়ে যায়। করমজলে বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ রয়েছে প্রায় সাড়ে ৪শ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।