Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯০ বছরে পা রেখেছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ৩:৪৩ পিএম

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ, নাম তার জনাথন। বয়স ১৯০’তে গিয়ে ঠেকল। আনুষ্ঠানিকভাবে এখন এই কচ্ছপটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী। খবর এএফপির।
কচ্ছপটির খোলস পরীক্ষা করে দেখা গেছে, এর জন্ম ১৮৩২ সালের দিকে হয়েছিলো। জন্মের ৫০ বছর পর তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে জনাথন সেন্ট হেলেনা গভর্নরের অফিসিয়াল বাসভবনে এক আরামদায়ক পরিবেশে জীবনযাপন করছে এই বয়স্ক প্রাণীটি। কচ্ছপটি বিশেষ করে গাজর, লেটুস, শসা, আপেল এবং নাশপাতি খেয়ে থাকে।
এতো বয়স হওয়া সত্বেও উভচর প্রাণীটির স্ত্রী কচ্ছপদের প্রতি আকর্ষণ রয়েছে। সে এমা নামক একটি স্ত্রী সঙ্গীর সাথে বেশ কিছুদিন ছিলো। যার বয়স মাত্র ৫০ বছর।
চলতি বছরের শুরুতে জনাথন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থল প্রাণী হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কচ্ছপ জনাথন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ