Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে প্রভাষক নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে প্রভাষক নিয়োগের সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিভাগ তিনটি হলো প্রত্মতত্ত্ব, সরকার ও রাজনীতি এবং চারুকলা বিভাগ। একইসঙ্গে জাবি’র জারি করা গত ৮ নভেম্বরের ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
এর আগে গত বছরের ৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্মতত্ত্ব বিভাগে দুটি, সরকার ও রাজনীতি বিভাগে দুটি এবং চারুকলা বিভাগে একটি করে পদে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪ দশমিক ২৫ এবং মানবিক শাখায় জিপিএ ৪ থাকতে হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু ২০১০ সালের ২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জিপিএ ৩ বা তদুর্ধ্বকে সনাতন পদ্ধতির প্রথম বিভাগ উল্লেখ করে সামঞ্জস্য বিধান করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন না মেনে জাবি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা বেআইনি বলে রিটে উল্লেখ করা হয়।
এদিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনার্স ও মাস্টার্সে ভালো ফল থাকা সত্তে¡ও শুধুমাত্র এসএসসি ও এইচএসসিতে উল্লিখিত পরিমাণ জিপিএ না থাকার কারণে অনেকেই জাবি’র তিনটি বিভাগে প্রভাষক পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হন। পরে তাদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী গাজী ইব্রাহিম আল মামুন ও মো. শহিদুল ইসলাম জাবি’র ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ