মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের জাভা দ্বীপে ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ৩৪ জন। সোমবার পশ্চিম জাভার একটি প্রত্যন্ত গ্রামে এই ভূমিধস হয়। দেশটির দুর্যোগ সংস্থার বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্দো স্টেটসম্যান।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো জানান, ভূমিধসের ঘটনায় অন্তত দুজন আহত এবং ৩০টির বেশি বাড়ি মাটিচাপা পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে স্থানীয় আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চাপাপড়া উদ্ধারে আমাদের প্রচুর ভারি যন্ত্রপাতি প্রয়োজন। এবড়োখেবড়ো পাথুরে রাস্তা ও বৃষ্টিতে উদ্ধার অভিযান ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।