Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ, নতুন খাল খনন শুরু করছে চসিক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাড়ইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খননের কাজ শুরু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। গতকাল সোমবার সিটি কর্পোরেশন কনফারেন্স হলে চসিক প্রকৌশলীদের সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে এই প্রকল্প দু’টির কাজ। ১৬ একর জায়গার উপর প্রায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরীর কুলগাঁও বালুছড়ায় সর্বাধুনিক বাস-ট্রাক টার্মিনাল নির্মিত হবে। এই টার্মিনাল নির্মাণের জন্য সিডিএ মালিকানাধীন জমি রয়েছে আট একর। বাকী আট একর অধিগ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভ‚মি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৫ লাখ ৫ হাজার টাকা। জমির উন্নয়ন বাবদ ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা। বাস-ট্রাক টার্মিনালের অবকাঠামো উন্নয়নের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ২৫ কোটি টাকা।

এদিকে বহুপ্রতীক্ষিত বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৫৬ কোটি টাকা। গত ৭ নভেম্বর একনেক সভায় এ প্রকল্পটি অনুমোদিত হয়। ফলে এ প্রকল্প বাস্তবায়নে আর কোনো বাধা রইল না। প্রকল্পের ডিপিপি অনুযায়ী নতুন খালটি নগরীর বহদ্দাহাট বাড়ইপাড়াস্থ চাক্তাই খাল থেকে শুরু করে শাহ আমানত রোড হয়ে নুর নগর হাউজিং সোসাইটির মাইজপাড়া দিয়ে পূর্ব বাকলিয়া হয়ে বলিরহাটের পাশে কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। খালটির দৈর্ঘ্য হবে আনুমানিক ২ দশমিক ৯ কিলোমিটার এবং প্রশস্ত ৬৫ ফুট।
মেয়র বলেন, নতুন খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরী বিস্তীর্ণ এলাকার পানিবদ্ধতা নিরসন হবে এবং নতুন যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হওয়ার ফলে জনগণের ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। এছাড়া সভায় মেয়র নগর সৌন্দর্যবর্ধন প্রকল্প, ওয়াসা কর্তৃক রাস্তা কর্তন দ্রæত সময়ের মধ্যে মেরামতের উপর গুরুত্ব দেন। কাজের গুণগত মান অক্ষুণœ আছে কিনা তা সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব প্রকৌশলীদের। তাই প্রতিটি কাজে নিবার্হী প্রকৌশলীকে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে তদারকী করার পরামর্শ দেন মেয়র।

সভায় চসিক প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মনিরুল হুদাসহ নিবার্হী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ