পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দেশের উন্নয়নমূলক যেকোনো কাজ কারো একার পক্ষে সম্ভব নয়। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। দশে মিলে যে কাজ করা হয়, তা একের জন্য অনেক কঠিন। একের পক্ষে সম্ভব না-ও হতে পারে। আমাদের দেশ যেহেতু গণপ্রজাতন্ত্রী দেশ, সেহেতু সরকার ও নাগরিক একত্রে কাজ করলে দেশের উন্নয়ন খুব সুন্দর ও সহজভাবে করা যাবে। যে দেশের জনগণ যত কর্মঠ সে দেশ তত উন্নত। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাঁরা দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত তাঁরা একাই দেশের তরে কাজ করেন; কিন্তু যাঁরা নির্বাচিত হতে পারেননি দেশের উন্নয়নমূলক কাজে তাঁরা এগিয়ে আসেন না। আমাদের দেশের মানুষ দেশের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয় বলে আজ দেশের এই অবস্থা। আমরা যদি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করি, তাহলে আমাদের দেশ উন্নত হবেই। সব সময় স্মরণে রাখা উচিত যে দল যার যার দেশ সবার। আমাদের ভেতর কোনো হিংসা থাকা ঠিক নয়। তাই দেশের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
মকবুল হামিদ
চাঁদপুর সরকারি কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।