প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হলো টেলিভিশন মেগা ধারাবাহিক রেনু। নাটকটিতে চীফ ইনভেস্টিগেশন অফিসার হিসেবে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। নাটকটি স¤পর্কে অপু বলেন ধারাবাহিকটি মূলত ক্রাইম ফিকশন ধাঁচের। গল্পে দেখা যাবে রেনু নামের একটি মডেল রহস্যজনকভাবে খুন হয়। তার লাশ ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়। তারপর থেকেই ইনভেস্টিগেশন শুরু হয়। আমি চীফ ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ইনভেস্টিগেশন শুরু করি। আমার ইনভেস্টিগেশনের সূত্র ধরে গল্প এগিয়ে যায় ধারাবাহিকটির। আশা করছি, প্রচারে আসলে ভালো লাগবে সবার। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন পংকজ কুমার দাশ। রাশেদ মামুন অপু ছাড়াও নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়িতা, দোলন দে, মোটা মিঠু, আলামিন সবুজ, আনোয়ার হোসেন, হারুন রশিদ, জ্যোতি মজুমদার, একে নাদিম, পূনমসহ আরো অনেকে। প্রায় ২০০ পর্বের এই ধারাবাহিকটি খুব শিঘ্রই একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।