Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে নতুন ধারাবাহিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রেম করা নিষেধ’। ধারাবাহিকটি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে। নির্জন মোমিন ও মাহমুদুল হাসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ফারুক আহমেদ, সালহা খানম নাদিয়া, মৌসুমী হামিদ, কচি খন্দকার, মুনিরা আক্তার মিঠু, জাহের আলভী, সেমন্তী সৌমি, নূরে আলম নয়ন, শহীদুল্লাহ সবুজ, রুনা খান প্রমুখ। একটি বাড়ির সামনে সাইনবোর্ডে ¯পষ্ট করে লেখা এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় না। শুধুমাত্র ব্যাচেলররা যোগাযোগ করু। মইন সাহেব নিজেও একজন ব্যাচেলর। যৌবনে প্রেমে ব্যর্থ হয়ে আর বিয়ে করেননি। বিবাহিত মানুষজনদের ওপর তার একধরনের বিদ্বেষ জন্মেছে। তার যত দরদ ব্যাচেলরদের প্রতি। এ নিয়ে ধারাবাহিকটির গল্প এগিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হয়েছে নতুন ধারাবাহিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ