Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ ইয়র্কে সাহসী ভূমিকায় প্রশংসিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ৬:২০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাতালদের খপ্পরে পড়েও দারুণভাবে সামলে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা আলী সাইদ৷ অস্ত্র ব্যবহার না করে পাঁচ মাতালকে মোকাবেলা করে বীরের সম্মান পেলেন তিনি৷ কোন একজন সেই সময়ের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সেটি আলোচিত হয়ে যায়। সেখানে অসংখ্য প্রশংসা ও শুভেচ্ছা জানানো হয় তাকে। খবর এনবিসি নিউইয়র্ক৷
রবিবার রাতে ইস্ট ব্রডওয়ে পাতাল স্টেশনে কর্মরত ছিলেন আলী৷ সে রাতে পাঁচ গৃহহীন মাতাল তার ওপর হামলা করে৷ সে সময় মাতালদের ওপর হাতের লাঠি উঁচিয়ে চিৎকার করে পিছিয়ে যাওয়ার অনুরোধ করতে থাকেন৷ এটিও বলেন, ‘আমি তোমাদের আঘাত করতে চাই না৷’ তিনি কাউকে আঘাতও করেননি৷ তার এই সাহসী ভূমিকাকে ভিডিও করেন একজন ট্রেন যাত্রী এবং সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ইতোমধ্যে ১০ হাজারের বেশি শেয়ার এবং সাড়ে ৪৭ লাখবার দেখা হয়েছে ভিডিওটি।
নিজেকে রক্ষা করতে আলী কেনো গুলি চালালেন না, এই প্রশ্নের জবাবে আলী সাইদ এনবিসি টিভিকে বলেন, ‘জীবন ভীষণ মূল্যবান, যেকোনো মূল্যে সেটি রক্ষার্থে কাজ করা উচিত৷’ তিনি আরও বলেন, ‘আমার সামরিক ও পুলিশ বাহিনীর যে প্রশিক্ষণ রয়েছে সেটিই আমাকে পরিস্থিতি নানাভাবে সামলে নিতে পথ দেখিয়েছে৷ আমাকে সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবিয়েছে৷’
এই ভিডিও দেখে সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন এক টুইটার বার্তায় আলীকে শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, আলীর এই ঘটনা নিউইয়র্কবাসী এবং এখানকার রাজনৈতিক নেতাদের মনে রাখা উচিত৷
ইতোমধ্যে হামলাকারী তিন মাতালকে গ্রেফতার করা হয়েছে৷ সাইদ আলীর জন্ম বাংলাদেশে, বড় হয়েছেন ব্রুকলিনে৷ তিনি দীর্ঘদিন ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ