Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জেঁকে বসেছে পৌষের শীত

রাজশাহীতে ৬ ডিগ্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পৌষের শীত জেঁকে বসেছে। তাপমাত্রা ক্রমাগত হ্রাসের তৃতীয় দিনে গতকাল (শুক্রবার) রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ৬.২, যশোরে ৭.২, রাজারহাটে ৭.১, দিনাজপুর ও বরিশালে ৮, তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সে.। তবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ এবং ১৪.৪ ডিগ্রি সে.। দেশের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে।
উত্তরের হাড় কাঁপানো হিমেল হাওয়ার সাথে শৈত্যপ্রবাহে দেশের অধিকাংশ জেলায় জবুথবু হয়ে পড়েছে বিশেষত গ্রাম-জনপদের মানুষ। শহর-গঞ্জে কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে। কুয়াশা ও শীতের দাপটে বিভিন্ন রোগব্যাধির প্রকোপও বেড়ে গেছে। সর্বত্র শীতের সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে।
আবহাওয়া বিভাগ জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল ও ভোলা অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

৩১ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ