Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রন্ট প্রার্থীর বাস ভবনে পুলিশের অভিযান, ১২ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৩১ পিএম

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের শহরের পুনিয়াউটস্থ বাস ভবনে দীর্ঘ আড়াই ঘন্টা ব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে যৗথ বাহিনী। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইলের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেয়। এসময় বাড়ির বিভিন্ন স্টিল আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ল্যাপটপ এবং সিসিটিভি মনিটরিং সিস্টেম নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পরে শ্যামলের বাসা থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অথৈ মোল্লা, ছাত্রদল নেতা হৃদয়, জেলা জাসাস নেতা শাহিন, সাংগঠনিক পর্যায়ের ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় অভিযোগ রয়েছে।
তবে প্রার্থী খালেদ হোসেন মাহবুর শ্যামল বলেন, প্রচার কাজের জন্য দলীয় নেতাকর্মীরা বাসায় আসলে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এটি যৌথবাহিনীর সাজানো নাটক। তাঁকে নির্বাচন থেকে দূরে সরাতেই, নেতা-কর্মীদের মনে আতংক সৃষ্টি করতেই এই অভিযান। অভিযানকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক প্রমুখ। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার গোপন সংবাদ পেয়ে পুলিশসহ যৌথবাহিনী শ্যামলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শ্যামল বাড়িতেই ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জিয়াউল হক ১২জনকে আটক করার কথা স্বীকার করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ