Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে শ্যামপুরে রাবার ফ্যাক্টরিতে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:১৭ পিএম | আপডেট : ১২:১৯ পিএম, ২৬ ডিসেম্বর, ২০১৮

রাজধানীর শ্যামপুর আলীবহর এলাকায় আলম রাবার ফ্যাক্টরিতে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হৃদয় হোসেন বলেন, তারা আলম রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই তিনজন কম্প্রেসার মেশিনে কাজ করছিলেন। এসময় মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। এখন আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃত নাসিরের লাশ মর্গে রাখা হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন। এর মধ্যে মোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।
কদমতলী থানার ওসি আব্দুল জলিল বলেন, একটি রাবার কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। ওইখানে গাড়ির টায়ার বানানো হতো। বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তাছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক নিহত

২২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ