বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়ায় ইটবাহি ট্রাক থেকে পড়ে টিটু তরফদার (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা-সাতীরা মহাসড়কের খর্ণিয়া তেল পাম্পের সন্নিকটে কারিতাস অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত টিটু তরফদার কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে ইমদাদ তরফদারের ছেলে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং এলাকার এমএসবি ইটভাটা মালিক পুস্পক কুমার সরদারের ইট ভাটায় ব্যবহৃত একটি ট্রাকে (খুলনা ট- ১১-০০০১) ইট বোঝাই করে চালকসহ কয়েকজন শ্রমিক খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে কারিতাস অফিসের সামনে গেলে শ্রমিক টিটু তরফদার ট্রাক থেকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাদুর রহমান জানান, তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।