বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে মাসুদ মিয়া (৪২) নামে এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পৌরসভার বাউসি এলাকার বাঙ্গালী পাড়া জামে মসজিদের সামনে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি বাউসি বাজার এলাকায় স্বস্তিকা ফ্লাওয়ার মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার বাউসি বাজার থেকে বাজার শেষে মাসুদ মিয়া সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কেরবাঙ্গালী পাড়া জামে মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (টাঙ্গাইল ট-০২-০৬০৪) তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নাঈম বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার সকাল ৯ ঘটিকায় নিহত শ্রমিক মাসুদ মিয়ার লাশ বারই পটল গ্রামে তার বারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।