Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১১:১০ এএম
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনে ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ভোর সাড়ে ৪টার দিকে সান্তাহার স্টেশনে আসে। এই স্টেশনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর বাগবাড়ি নামকস্থানে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
 
সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২টি বগিতে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে ট্রেনের সামনের ৬টি বগিতে কোনো সমস্যা না হওয়ায় সেটি গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
পাকশি থেকে উদ্ধারকর্মীরা রওয়ানা দিয়েছেন। আশা করা যাচ্ছে দুপুরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগি

৩১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ